ভারতে তুলসী গ্যাবার্ড, নাগপুরে হিন্দুত্ববাদীদের ব্যাপক তাণ্ডব!

 



যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারত সফরে থাকা অবস্থায়ই দেশটিতে চলছে কট্টর হিন্দুত্ববাদীদের বর্বরতা। সোমবার (১৭ মার্চ) মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার অপসারণে দাবিতে মহারাষ্ট্রের নাগপুরে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। জারি হয়েছে ১৪৪ ধারা।

আওরঙ্গজেবেকে দাসত্বের প্রতীক অত্যাচারী শাসক উল্লেখ করে অবিলম্বে মাজার অপসারণের দাবিতে সোমবার বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজপথে নামে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। নাগপুরের খুলদাবাদে স্থানীয় মুসলিমরা মাজার ঘিরে অবস্থান নিলে আওরঙ্গজেবের প্রতীকি কবর আগুনে পোড়ায় কট্টর হিন্দুত্ববাদীরা। এতে উত্তেজক পরিস্থিতি তৈরি হলে পুলিশ টিয়ারগ্যাস আর ফাঁকা গুলি ছুঁড়লে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ব্যবসা প্রতিষ্ঠান আর যানবাহনে লাগানো আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের সাতটি গাড়িও পুড়িয়ে দেয়া হয়। ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। প্রয়োজনে বাবরি মসজিদের মতো মাজার গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন দল দু'টির শীর্ষ নেতারা।

এদিকে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলা মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী দিল্লিতে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে। কথা হয়েছে, সীমান্ত নিরাপত্তা সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, নয়াদিল্লি-ওয়াশিংটন সুরক্ষা অংশীদারি নিয়ে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেছেন তুলসী। সূত্র: টাইম্স অব ইন্ডিয়া

Post a Comment

0 Comments